রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে স্মরণ ও শোকসভা
বিশ্বনাথে স্মরণ ও শোকসভা

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেন, দল-সমাজ ও দেশের প্রয়োজনে নিংস্বার্থ ভাবে কাজ করা আরশ আলীর মতো ত্যাগী নেতাদের মৃত্যু হয় না ৷ তাঁরা নিজেদের কর্মের মাধ্যমে মানুষের অন্তরে যুগ-যুগান্তর বেঁচে থাকেন ৷ বাংলার বঞ্চিত-অবহেলিত ও স্বাধীনতার পক্ষের মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করতে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীদেরকে নিংস্বার্থ ভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে ৷
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আরশ আলী স্মরণে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত ‘স্মরণ ও শোকসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন৷
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, রবিউল ইসলাম, শ্রমিক লীগ নেতা আছকির আলী, আঙ্গুর মিয়া, সেবুল মিয়া, আবদুল মুহিম৷ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ বিলাল আহমেদ ও মোনাজাত করেন উপজেলা কৃষক লীগের ধর্ম সম্পাদক ধর্ম সম্পাদক আবদুর রহিম ৷





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী