সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » আশ্বাসের প্রেক্ষিতে সিইপিজেডের মূল ফটক ছাড়ল শ্রমিকরা
আশ্বাসের প্রেক্ষিতে সিইপিজেডের মূল ফটক ছাড়ল শ্রমিকরা

চট্টগ্রাম প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মিঃ) চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ৪নং রোডের ইয়াং ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা সোমবার সকাল সাড়ে ১১টার দিকে (সিইপিজেড) মূল ফটক থেকে সড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের সাথে বেপজা, প্রশাসন ও মালিকপক্ষের আলোচনা শেষে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এসময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারি পরিচালক আবুল হাসেম বলেন, ‘শ্রমিকদের সাথে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন।’এর আগে সোমবার ভোর ৬টা থেকে বার্ষিক ইনক্রিমেন্ট কমানোর প্রতিবাদে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) প্রবেশের মূল ফটক অবরোধ করে ইয়াং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের কোরিয়ান একটি কারখানার শ্রমিকরা।
এসময় সিইপিজেডর বিভিন্ন কারখানায় কর্মরত প্রায় পৌণে দুই লাখ শ্রমিক কর্মস্থলে ঢুকতে না পেরে দুর্ভোগে পড়েন।
সূত্র জানায়, ইয়াং ইন্টারন্যাশনালে ৩ হাজার ৫শ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ হওয়ার কথা থাকলেও, মালিকপক্ষ এ বছর তা ২ শতাংশ করেছে। এ নিয়ে গত শনিবার (৫ মার্চ) শিল্প পুলিশ ও শ্রমিক সংগঠনের কাছে আপত্তি জানায় শ্রমিকরা।
গত রোববার (৬ মার্চ) শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার অন্দোলনে নামলে প্রশাসন ও শ্রমিক সংগঠনের নেতারা মালিকপক্ষের সাথে সমঝোতায় বসে ব্যর্থ হয়। পরে ৭মার্চ (সোমবার) সকাল থেকে সিইপিজেডে প্রবেশের মূলফটক অবরোধ করে শ্রমিকরা।





মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত