রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ছোটহরিণায় জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বরকল প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ১৫ আগস্ট রবিবার স্বাস্থ্য বিধি মেনে রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় গরীব ও দুঃস্থ ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় প্রতিটি পরিবারের জন্য ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, ০১ প্যাকেট সেমাই এবং ০১ লিটার ভোজ্য তৈল বিতরণ করা হয়। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচী যথাযথভাবে পালনের অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও বর্তমানে দেশব্যাপী করোনা কালীন সময়েও সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী সহায়তা প্রদানের ধারা অব্যাহত রেখেছে। সীমান্ত এলাকায় মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন অধিনায়ক, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আশাবাদ ব্যক্ত করেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন