রবিবার ● ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ছোটহরিণায় জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বরকল প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ১৫ আগস্ট রবিবার স্বাস্থ্য বিধি মেনে রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় গরীব ও দুঃস্থ ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় প্রতিটি পরিবারের জন্য ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, ০১ প্যাকেট সেমাই এবং ০১ লিটার ভোজ্য তৈল বিতরণ করা হয়। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচী যথাযথভাবে পালনের অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও বর্তমানে দেশব্যাপী করোনা কালীন সময়েও সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী সহায়তা প্রদানের ধারা অব্যাহত রেখেছে। সীমান্ত এলাকায় মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন অধিনায়ক, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আশাবাদ ব্যক্ত করেন।





নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
কাপ্তাইয়ে গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
কাউখালীতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
কাউখালীতে ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ০৩টি ঝুঁকি পুর্ন