শুক্রবার ● ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » গুনীজন » রুমার শিক্ষক লালনুনলিয়ান বম আর নেই
রুমার শিক্ষক লালনুনলিয়ান বম আর নেই
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানে রুমায় প্রবীন শিক্ষক লালনুনলিয়ান বম পাতে আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স ৫৭ বছর। পাইন্দু ইউনিয়নের আর্থা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন লালনুনলিয়ান বম পাতে। আজ শনিবার ২০আগস্ট ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গত বৃহস্পতিবার (১৯আগস্ট) বিকালে শ্বাস প্রশ্বাসের কষ্ট বাড়ার ফলে তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। কোভিড-১৯ করোনা পজেটিভ ছিল তাঁর।
প্রধান শিক্ষক পাতে বমের এ অকাল মৃত্যুতে তাঁর আত্মীয় স্বজন ও রুমায় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্রমরত শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।
লালনুনলিয়ান বম পাতে ২০০১ সালে সরকারি প্রাথমিক শিক্ষা বিভাগে প্রধান শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি ওয়ার্ড ভিশন বাংলাদেশ- রুমায় এমএবি’র একটি প্রকল্পে হিসাব রক্ষক ও প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। এ পদে সরকারি চাকরিতে যোগদানের আগ পর্যন্ত কর্মরত ছিলেন। প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় প্রধান শিক্ষক সমিতিতে সহ- সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও তাঁর অসংখ্যক আত্মীয় স্বজন রয়েছে।
আজ শনিবার বিকালে রুমা সদরে লালঙাক পাড়ার পারিবারিক কবস্থানে বম সম্প্রদায়ের সামাজিক নিয়মে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু