বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা
বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভার ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার ৩১ আগষ্ট সকালে পৌরসভা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম খোকন। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১০ কোটি ৩৭ লক্ষ টাকা, উন্নয়ন অনুদান ৪৬ কোটি টাকা, মূলধন হিসাব ১ কোটি ৪ লক্ষ টাকা, প্রারম্ভিক জের ২ কোটি ৩১ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা। ব্যয়ের খাতে ধরা হয়েছে রাজস্ব ব্যয় ১১ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৯৬ লক্ষ টাকা, মূলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকার, সমাপনী জের ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৬১ হাজার ৩’শ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩’শ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যকালে পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন জানান, ঘোষিত বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে ড্রেনেজ, বাস টার্মিনাল, ময়লা আবর্জনার জন্যে ডাম্পিংসহ বেশ কয়েকটি প্রকল্প।
এছাড়া মিরসরাইয়ের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে পৌরসভায় একটি আধুনিক পৌর অডিটোরিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে মেয়র উল্লেখ করেন।
বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, সহকারী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমানসহ পৌরসভার ৯ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত