বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঝুমন দাশ
অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঝুমন দাশ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশ। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে তাকে এক বছরের জামিন দেয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ থেকে জামিন মঞ্জুর করে বলা হয়, এই সময় আদালতের অনুমতি ছাড়া ঝুমন সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
এর আগে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় মন্দির ও বাড়িঘর। অন্তত ৯০টি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে।
প্রথমে ৫৪ ধারায় ঝুমন দাশকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ মামলার পাঁচদিন পর ২২শে মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডেও নেয় পুলিশ। তার জামিন চেয়ে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা জজ আদালতে আবেদন করা হয়। উভয় আদালতেই তার জামিন নাকচ হয়। ২২শে আগস্ট উচ্চ আদালতে জামিনের আবেদন জানানো হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, নাহিদ সুলতানা ও আশরাফ আলী। রাষ্ট্রপক্ষের শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।





নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত