বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঝুমন দাশ
অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঝুমন দাশ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশ। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে তাকে এক বছরের জামিন দেয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ থেকে জামিন মঞ্জুর করে বলা হয়, এই সময় আদালতের অনুমতি ছাড়া ঝুমন সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
এর আগে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় মন্দির ও বাড়িঘর। অন্তত ৯০টি হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে।
প্রথমে ৫৪ ধারায় ঝুমন দাশকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ মামলার পাঁচদিন পর ২২শে মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডেও নেয় পুলিশ। তার জামিন চেয়ে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা জজ আদালতে আবেদন করা হয়। উভয় আদালতেই তার জামিন নাকচ হয়। ২২শে আগস্ট উচ্চ আদালতে জামিনের আবেদন জানানো হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, নাহিদ সুলতানা ও আশরাফ আলী। রাষ্ট্রপক্ষের শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।





বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান