রবিবার ● ৩১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পরকীয়ার টানে ঘর ছাড়ল এক সন্তানের মা
রাউজানে পরকীয়ার টানে ঘর ছাড়ল এক সন্তানের মা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পরকীয়ার টানে স্বামীর ঘর ছেড়েছে এক সন্তানের মা। গত ২৬-অক্টোবর এই ঘটনা ঘটে।
এদিকে পরকীয়ার করে ঘর ছেড়েছেন মা। কিন্তু তার শিশু সন্তান মো. আলহাম। এখনো দুই বছর হয়নি। শিশু আলহাম আব্বু-আম্মু এই দুটি শব্দ উচ্চারণ করতে পারে। ঘরে শুধু আম্মু শব্দটি উচ্চারণ করে কাঁদছে আর মাকে খুঁজছে। সকালে ঘুম থেকে উঠে ঘরের এক কক্ষ থেকে আরেক কক্ষে খুজে বেড়ালেও মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছেন নিয়মিত। এই অবুঝ শিশুর কান্না আর স্বাত্রীর এমন কান্ড স্বামী শাকিল অসহায় হয়ে পড়ছে।
স্বামীর অভিযোগ সূত্রে, “ গত ২৬ অক্টোবর অবুঝ দুধের শিশুটি শ^শুরালয়ে রেখে ঘর ছােেড়ন লাকি আকতার (২০) নামে এক গৃহবধু। তিনি রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের মৃত সোলায়মানের ছেলে দিনমজুর মো. শাকিলের স্ত্রী”।
জানা যায়, গত ৬ বছর আগে প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লাকি-শাকিল দম্পতি। গত কয়েক বছর ধরে শাকিলের স্ত্রী লাকি পরকীয়া আসক্ত। প্রায় সময় মুঠোফোনে কথা বলতো। শাকিল প্রতিবাদ করলে তাকে মেরে ফেলাসহ বিভিন্ন হুমকি দিতো। এভাবে চলতে থাকে। সর্বশেষ ২৬ অক্টোবর দুপুর ১২টায় দুই বছরের কম বয়সী শিশুটিকে রেখে ৪বছর বয়সী শিশুকন্যা আলাইনা জান্নাত আদনকেসহ ৩ ভরি স্বর্ণালংকার, ২৭ হাজার টাকাসহ পরিধেয় কাপড় নিয়ে ঘর ছাড়েন তিনি
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে রবিবার ৩১ অক্টোবর শাকিল বাদি হয়ে তার স্ত্রী, পরকীয়া প্রেমিকসহ ৪জনের নাম উল্লেখ করে রাউজান থানায় অভিযোগ দেন। শাকিল বলেন, আমার বৃদ্ধ মা আমার এই অবুঝ শিশুটিকে সামলতে পারছেনা। খুব কান্নাকাটি করছে, কি করব বুঝতে পারছি না। শাকিলের মা রোকেয়া বেগম বলেন দুধের বাচ্চাটাকে ফেলে চলে গেলো। রাউজান থানার ডিউটি অফিসার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হানিফ বলেন, “রববিার ৩১ অক্টোবর শাকিল নামে এক যুবক তার স্ত্রী দুই বছর বয়সী এক ছেলে শিশু রেখে নিরুদ্দেশের বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরত্বের সাথে নিয়েছি। খুজে বের করে শিশুটিকে তার মাকে ফিরে দেওয়ার চেষ্টা চলছে এবং আমার এই বিষয়ে দ্রুত কাজ করছি।”





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত