সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » জলবায়ু তহবিল নিয়ে নয়ছয় বন্ধ করতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
জলবায়ু তহবিল নিয়ে নয়ছয় বন্ধ করতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, স্কটল্যান্ড এর গ্লাসগোতে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশে সুন্দরবন ও প্রাণ - প্রকৃতি বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ প্রকৃতি ও জলবায়ুর জন্য ক্ষতিকর প্রকল্পসমূহ বন্ধের ঘোষণা প্রদানের আহবান জানিয়েছেন এবং বলেছেন প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাংলাদেশের মানুষকে যেমন আশ্বস্ত করবে, তেমনি জলবায়ুর মারাত্মক নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সসম্প্রদায়ের কাছেও বাংলাদেশের আশাজাগানিয়া পরিস্কার বার্তা যাবে।তিনি বলেন,নিজের দেশে জলবায়ু বিপর্যয়কারী প্রকল্পসমূহ অব্যাহত রেখে অন্যদেরকে এই বিপদ কাটিয়ে উঠতে কার্যকরী পরামর্শ দেয়া যায় না।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্যান্য জনদাবির সাথে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জলবায়ুর বিধ্বংসী ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জোরেশোরে তুলে ধরার জন্য তিনি শেখ হাসিনা ও সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের প্রতিনিধি দলের প্রতি আহবান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশেও জলবায়ু তহবিলের টাকা নিয়ে অনেক নয় ছয় করা হয়েছে। তিনি এসব অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, জলবায়ুর ভয়ানক পরিবর্তনে বাংলাদেশ ও বাংলাদেশের মত দেশগুলোর বড় কোন ভূমিকা না থাকলেও এসব দেশগুলোকেই আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের অসহায় শিকারে পরিণত হতে হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,এবারও কেবল বক্তৃতা আর প্রস্তাব গ্রহণের মাধ্যমে কাংখিত এই সম্মেলন শেষ হবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে আনাসহ এই ব্যাপারে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়