মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক , কামরুজ্জামান ফিরোজ, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবুসহ মহানগর নেতৃবৃন্দ প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যম ও নেতা কর্মীদের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বুদ্ধিজীবীদের সব ঘাতকদের এখনও বিচার করা যায়নি , যুদ্ধাপরাধী সংগঠনসমূহেরও এখনও বিচার হয়নি।এসব বিচারিক কার্যক্রম অবশ্যই সমাপ্ত করতে হবে। এসব বিচার কোন প্রতিশোধের বিষয় নয়, আমাদের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা সাম্যভিত্তিক যে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন বিসর্জন দিয়েছেন ৫০ বছরেও তা অর্জন করা যায়নি। বরং ভুতের মত দেশকে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের সরকার ও শাসকেরা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
তিনি মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে আর একটি গনজাগরণের আহবান জানান।





অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন এখনও জনআস্থা অর্জন করতে পারেনি
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
জুলাই সনদ ও গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে হবে
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার