রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » চতুর্থ ধাপে গাইবান্ধার দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ
চতুর্থ ধাপে গাইবান্ধার দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ
সাইফুল মিলন, গাইবান্ধা :: চতুর্থ ধাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং পলাশবাড়ীর উপজেলার দুই ইউনিয়নসহ জেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
রবিবার ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শীতকে উপেক্ষা করে ভোটকেন্দ্র গুলোতে সকাল থেকে দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। কোন রকম সমস্যা ছাড়াই ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
এ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬১টি কেন্দ্রে ৩ লাখ ৬০ হাজার ৮৩৯ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৭৭৮ জন। এ ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ৬৫২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে একই সাথে পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়নের ২২টি কেন্দ্রেও ভোট গ্রহণ শুরু হয়। এখানকার ভোটার সংখ্যা ৪৭ হাজার ৪৬১ জন।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার