শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: নিখোঁজের ৫ দিন পর নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ মিলেছে পুকুরে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নজির মিয়া হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বোড়াই গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে নজির মিয়ার পরিবার সন্দেহের মধ্যে আছে। ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেল সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো যাবে। তিনি বলেন, নজির মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত শনিবার তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। তার পরিবার থেকে এলাকায় মাইকিং ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করছিল। অবশেষে বৃহস্পতিবার তার লাশ একটি পুকুরে পাওয়া যায়।
বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ
ঝিনাইদহ :: সমাজ থেকে বাল্য বিবাহ দুর করতে ঝিনাইদহে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ সংলাপের আয়োজন করে এইড ফাউন্ডেশনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রকল্পের কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, আয়াতুল্লাহ, আসমা পারভীন, মামুনুর রশীদসহ জনপ্রতিনিধি ও অভিভাবকরা। বক্তারা, সমাজ থেকে বাল্য বিবাহ দুর করতে সরকারের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।





চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার
ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো