বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ আহত ৫
কাপ্তাই সড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ আহত ৫
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই সড়কের হাটহাজারী শিকারপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে প্রাইভেটকারের ধাক্কায় তৌহিদুল ইসলাম আসিফ (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বাড়ি রাউজান উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট ৬নং ওয়ার্ডের আবুল কালাম মাস্টারের বাড়ির মুহাম্মদ আলীর পুত্র। বৃহস্পতিবার ১০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই-সড়কের নজজুমিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো ৫ জন। তারা হলেন, মো. জাফর (৪৫), রুজি আক্তার (২৫), মুহাম্মদ রানা (১২), মুহাম্মদ আবিদ (৫) ও মিম (৭)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। জানা গেছে, আসিফসহ পরিবারের কয়েকজন কার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশগামী স্বজনকে বিদায় জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। এবিষয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় প্রাইভেট কার। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। দুর্ঘটনাক বলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার বলেন, সকালে আহত অবস্থায় ৬ জনকে আনা হয়। তাদের মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত