বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » টোলের টাকা আদায়কে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত-২
টোলের টাকা আদায়কে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত-২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোলের টাকা আদায়কে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপরে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ডে সংলগ্ন কাঁচা বাজারের টোল আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কোটচাঁদপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জীবন হোসেন (২২) কে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় তালমিল পাড়ার মৃত ফিরোজ হোসেনের ছেলে। আশংকাজনক ৩ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরমধ্যে আক্তার হোসেন পথিমধ্যে মারা যায়। সে এলাঙ্গী গ্রামের বাবু তালেবের ছেলে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইসরাত জেরিন বলেন,৪ জন আহত অবস্থায় আসেন। তাদের মধ্যে একজন পথিমধ্যে মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কা জনক হওয়াই তাদেরকে যশোর ২৫০শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। যার মধ্যে রয়েছে কোটচাঁদপুর পৌর সভার সলেমানপুর পুকুর পাড়ার দাউদ হোসনের ছেলে সোহাগ হোসেন। এ ছাড়া রয়েছে কোটচাঁদপুর পৌর সভার নজির মালিতার ছেলে সাব্বির হোসেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোটচাঁদপুর পৌরসভার পৌর টোলের টাকা আদায়কে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে আ.লীগের দু”গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত ও ৪ জন আহতের ঘটনায় শহরজুড়ে জনসাধারনের মাঝে চলছে আতঙ্ক আর তোলপাড়।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ