শনিবার ● ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় শনিবার বেলা ১১টায় হত দরিদ্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়। বক্তৃতা করেন স্বাস্থ্য পরিদর্শক মো. হেমায়েত হোসেন, ইপিআই ট্যাকনিক্যাল দিপক কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিএইচ সিপি সভাপতি মো. সাইফুল ইসলাম।
মোরেলগঞ্জে সাহেরী খাবার পর একই পরিবারের ৬ জন অচেতন
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিপাবারইখালী গ্রামে শুক্রবার ভোর রাতে সাহেরী খেয়ে ব্যবসায়ী মামুন হাওলাদার সহ একই পরিবারের ৬ জন অচেতন হয়ে পড়েছে । সকালে তাদের অসেচতন অবস্থায় পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামুন হাওলাদারের ভাই মন্টু হাওলাদার জানান, খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের মুদি ব্যবসায়ী মামুন হাওলাদার (৪৫)সহ পরিবারের অন্যান্যরা ভোরে রাতে সেহেরী খাবার পর পরই সকলে অজ্ঞান হয়ে পড়ে । সকালে অজ্ঞান অবস্থায় মামুন হাওলাদার (৪৫), স্ত্রী সালমা বেগম (৩৫), মাদ্রাসা ছাত্র সালমান হাওলাদার (১৫), মেয়ে মাদ্রাসা ছাত্রী হালিমা (১৪), ছোট ছেলে আব্দুল্লাহ (৬) ও স্বশুর আব্দুল খালেক হাওলাদার (৭০) হাসপাতালে ভর্তি করা হয়। ধারনা করা হচ্ছে চুরির উদ্যোশে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা সুকৌশলে রান্না ঘরের দরজা খুলে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় । আর এ খাবার খেয়েই তারা অজ্ঞান হয়ে পড়ে। দুর্বৃত্তরা ঘরের ৩ টি শোকেস, ট্যাংক, ব্রিফকেস ভেঙ্গে তছনছ করেছে।
সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মিজানুর রহমান জানান, অজ্ঞান অবস্থায় সকালে ৬জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান থাকার কারনে দুর্বৃত্তরা কি পরিমান মালামাল ও নগদ টাকা হাতিয়েছে তা জানা যায়নি।
থানা অফিসার ইন চার্জ মো.সাইদুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন