বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নাবিকদের ঈদ পুণর্মিলনী
নাবিকদের ঈদ পুণর্মিলনী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার সর্বস্তরের নাবিকদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ মে) দিনব্যাপী অনুষ্ঠান উপজেলার জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি মো. আবু তাহের ড্রাইভারের সভাপতিত্বে, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জসিম উদ্দিন এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ সাইফুল হাসান সুমন ও মিরসরাই নাবিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম ভূঞাঁ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন। পুণর্মিলনী অনুষ্ঠানে সর্বমোট ১৯ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যার মধ্যে শাহ আলম ভূঞাঁ, জাহাঙ্গীর হোসাইন মাস্টার, শাহ আলম ড্রাইভার, আনোয়ার হোসেন মাষ্টার, মফিজুল হক মাস্টার, মরহুম রেজা মাস্টার, আবুল কালাম মাস্টার উল্লেখযোগ্য। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি খায়ের উদ্দিন ড্রাইভার। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ ও মিরসরাই নাবিক কল্যাণ সমিতির উপদেষ্টা সাইফুল হাসান সুমন বলেন, ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে মিরসরাই উপজেলার সর্বস্তরের নাবিকদেরকে একত্রিত করা সম্ভব হয়েছে এবং সকলে একাত্মতা পোষণ করে। আগামীতে যাতে নাবিকদেরকে নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান করতে পারি সেজন্য সকল নাবিকদের উৎসাহ ও সহযোগিতা কামনা করছি। উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত মিরসরাইয়ের প্রায় ১ হাজার নাবিক উপস্থিত ছিলেন। পুণর্মিলনী, আলোচনা সভা, ও সংবর্ধনা ও প্রীতি ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত