শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গোয়ালঘরে আগুন
রাউজানে গোয়ালঘরে আগুন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ৩টি গরুর মৃত্যু হয়েছে। গত ৫ মে বিকাল ৩টার দিকে উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার খুইল্ল্যা মিয়ার বাড়ি মোঃ হারুনের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, মশার প্রকোপ থেকে গোয়ালঘরে মধ্যে থাকা গরু গুলোকে রক্ষা করা জন্য ধূপ জ্বালান গরুর মালিক। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন জানান, হাঠাৎ করে হারুন এর গোয়ালঘরে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নেভার চেষ্টা করেন। এসময় আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে চেষ্টা চালিয়ে আগুন নেভান তারা। তবে ততক্ষণে গোয়ালাঘরে থাকা গরু গুলো পুড়ে ছাই হয়ে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, তাদের এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া জন্য তারা ঘর থেকে বাহির হচ্ছিল এসময়ে তারা গোয়ালঘরে তালাবদ্ধ করেন। কিন্তু ধূপ জ্বালানো আগুন থেকে গরুর ঘরে আগুন লেগে ৩টি গরু পুড়ে মৃত্যু হয়। প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন