শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে শুরু হয়ে জল্পনা কল্পনা। স্বামী পক্ষ বলছেন স্বাভাবিক মৃত্যু, পিতৃপক্ষ বলছেন হত্যা।
জানা যায়, উপজেলার দর্শনগ্রামের রাসেলের (২৭) স্ত্রী সুখি খাতুন (১৯) গত বৃহস্পতিবার রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গতকাল সকালে তাকে ডাকাডাকি করে ঘুম থেকে না জাগায় তার শরীরে হাত দিয়ে দেখতে পান তিনি মারা গেছেন। বিষয়টি মেয়ের পিতৃপক্ষকে অবহিত করলে গৃহবধূর ভাই আতিকুল ইসলাম আত্রাই থানা পুলিশকে অবহিত করেন এবং এটি হত্যাকান্ড বলে আইনানুগ ব্যবস্থার জন্য লিখিত অভিযোগ করেন।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার প্রাথমিক সুরতহাল রিপোর্টে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
আত্রাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
আত্রাই :: নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহসিন আলী (৪৫) কে গ্রপ্তার করেছে।বৃহস্পতিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন আলী উপজেলার খঞ্জর গ্রামের মৃত ছোলাইমান আলীর ছেলে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মহসিন বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে মহসিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তার মহসিনের বিরুদ্ধে দায়েরকৃত একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত গত মাসে ছয় মাসের সাজা প্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিলো।





দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে