বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মাদক ব্যবসায়ী টাক্বা সেলিম গ্রেফতার
মিরসরাইয়ে মাদক ব্যবসায়ী টাক্বা সেলিম গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটের চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রকাশ টাক্বা সেলিমকে (৪৩) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার করেরহাট বাজারের আল্লার দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাজিম উদ্দীন
করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
প্রসঙ্গত, গত ০৮ মে (রবিবার) ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছত্তরুয়া এলাকায় আফছার কোম্পানির ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে দেলোয়ার সওদাগরের বাড়ি থেকে ৩০পিস ফেন্সিডিল উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মে) ভোরে অভিযান চালিয়ে এইসব ফেনসিডিল জব্দ করা হয়। ঐসময় আসামি মোঃ নাজিম উদ্দিন (প্রকাশ টাক্কা সেলিম) পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলের ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, গত ৮ মে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা রজু করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত ছিলো। সোমবার রাত সাড়ে আটটার দিকে করেরহাট বাজারের আল্লার দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়।





চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত