বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে : সাইফুল হক
ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ সকালে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নেতৃবৃন্দ অধিকার, সাম্য ও মুক্তি অর্জনে শ্রেণী ও গণসংগ্রাম এগিয়ে নিতে তাদের শপথ ব্যক্ত করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনোয়ার হোসেন, মহানগর নেতা আবুল কালাম, মোহাম্মদ রিয়েল, ফিরোজ আহমেদ প্রমুখ।
শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিপদবিলাসী গাড়ির ড্রাইভারের মত সরকার ও সরকারি দলের দম্ভ আর একগুঁয়েমী মনোভাব দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দমন করে শাসন করার নীতি কৌশল অবলম্বন করেছে ; শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। তাদের ‘এবসলুট’ ক্ষমতা টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে চরম উদ্বিগ্ন ও আশংকিত করে তুলেছে।
তিনি বলেন, আর একটি ব্যর্থ নির্বাচনের বোঝা এদেশের মানুষ বহন করতে পারবেনা।দুশ্চিন্তার বিষয় হচ্ছে দেশের জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে সরকার নিজেদের ছকে আর একটি তামাশার একতরফা নির্বাচনের পথে হাঁটছে।
তিনি বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক অধিকারসহ কিছুই অর্জন করা যাবে না।।
তিনি অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দলসমূহের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও মোফাজ্জল হোসেন মোশতাক।
সমাবেশ শেষে পার্টির একটি র্যালী রাজপথ প্রদক্ষিণ করে দোয়েল চত্তরে এসে সমাপ্ত হয়।





ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা