বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে : সাইফুল হক
ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ সকালে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নেতৃবৃন্দ অধিকার, সাম্য ও মুক্তি অর্জনে শ্রেণী ও গণসংগ্রাম এগিয়ে নিতে তাদের শপথ ব্যক্ত করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনোয়ার হোসেন, মহানগর নেতা আবুল কালাম, মোহাম্মদ রিয়েল, ফিরোজ আহমেদ প্রমুখ।
শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিপদবিলাসী গাড়ির ড্রাইভারের মত সরকার ও সরকারি দলের দম্ভ আর একগুঁয়েমী মনোভাব দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দমন করে শাসন করার নীতি কৌশল অবলম্বন করেছে ; শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। তাদের ‘এবসলুট’ ক্ষমতা টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে চরম উদ্বিগ্ন ও আশংকিত করে তুলেছে।
তিনি বলেন, আর একটি ব্যর্থ নির্বাচনের বোঝা এদেশের মানুষ বহন করতে পারবেনা।দুশ্চিন্তার বিষয় হচ্ছে দেশের জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে সরকার নিজেদের ছকে আর একটি তামাশার একতরফা নির্বাচনের পথে হাঁটছে।
তিনি বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক অধিকারসহ কিছুই অর্জন করা যাবে না।।
তিনি অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দলসমূহের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও মোফাজ্জল হোসেন মোশতাক।
সমাবেশ শেষে পার্টির একটি র্যালী রাজপথ প্রদক্ষিণ করে দোয়েল চত্তরে এসে সমাপ্ত হয়।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান