রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » টাঙ্গাইল » গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
 সংবাদ বিজ্ঞপ্তি :: গতকাল টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন,  ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার পুরোপুরি দমন, - নিপীড়নের হাতিয়ারে পরিণত করেছে। রাজনৈতিক বিরোধী, ভিন্নমত ও মুক্তচিন্তা দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন তারা যথেচ্ছ ব্যবহার করে চলেছে।নানা ছুতায় তারা বিরোধীদের কন্ঠরোধ করার অগণতান্ত্রিক কৌশল গ্রহন করেছে। তিনি বলেন  ডিজিটাল নিরাপত্তা আইনসহ কোন নির্যাতনমূলক কালাকানুন সরকারকে বাঁচাতে পারবেনা। তিনি শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক প্রীতম দাসের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন  পুলিশী ইন্ধনে ছাত্রলীগের স্থানীয়  সন্ত্রাসীদের হয়রানিমূলক মিথ্যা মামলায় প্রীতমকে পুলিশ  প্রীতমকে তুলে নিয়েছে।তিনি অনতিবিলম্বে প্রীতম দাসের মুক্তি ও নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
একইসাথে তিনি গতকাল কলমাকান্দায় সিপিবির সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা আক্রমণ এর ঘটনারও তীব্র নিন্দা জানান এবং বলেন দমন নিপীড়ন করে এই সরকার শেষ রক্ষা করতে পারবেনা।
তিনি বলেন, দেশ চালাতে না পেরে গণবিষ্ফোরণের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে।তিনি সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।
টাংগাইলের ভুয়াপুরে পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির প্রবীণ নেতা খান মো. রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, পার্টির টাংগাইল কমিটির নেতা আবদুল ওয়াহেদ বকুল, ফরহাদুল ইসলাম , সিরাজুল ইসলাম কিসলু,মো. গফুর মন্ডল, সাইফুর মন্ডল,মো. চান মিয়া,হাবিব আহসান, আমজাদ হোসেন, মো. সোহেল, সাকিব আহমেদ প্রমুখ।
সভায় বহ্নিশিখা জামালী গণসংগ্রাম - গণবিপ্লবের উপযোগী পার্টি গড়ে তোলার জন্য কর্মী দের প্রতি আহবান জানান।
সভার শুরুতে পার্টির প্রয়াত নেতা কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য সাইফুদ্দিন তালুকদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

      
      
      



    কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক    
    সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী    
    মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর    
    বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত    
    সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা    
    মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান    
    দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে    
    ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী    
    গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকান্ড