শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » ভাসানীর জন্ম ও মৃত্যু দিবস জাতীয় মর্যাদায় পালনের আহবান
ভাসানীর জন্ম ও মৃত্যু দিবস জাতীয় মর্যাদায় পালনের আহবান
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে টাংগাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান নেতার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ, সংগঠক মীর রেজাউল আলম, মোহাম্মদ তারেকসহ টাংগাইলের স্থানীয় নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ করার পর উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য পার্টির নেতা আকবর খান ভাসানীকে স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন মওলানা ভাসানী ও বাংলাদেশ এক অবিচ্ছিন্ন স্বত্বা।তিনি ছিলেন এই দেশের নিপীড়িত মজলুম মানুষের কন্ঠস্বর।তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিতে জুলুমের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করতে হবে।
তিনি মওলানা ভাসানী জন্মদিন ও মৃত্যুদিন রাষ্টীয় মর্যাদায় পালনের আহবান জানান।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন এখনও জনআস্থা অর্জন করতে পারেনি
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন