বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটির ভালবাসা বিনিময়
ঈশ্বরগঞ্জে সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটির ভালবাসা বিনিময়
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আত্মহত্যা প্রতিরোধে করণীয় ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা যুব সংগঠন সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি ভালোবাসা দিবস উপলক্ষে চিঠির মাধ্যমে ভালোবাসা বিনিময়ের কর্মসূচি পালন করেছে। সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংগঠনের স্বেচ্ছাসেবী জাফরিন আক্তার সাথির নেতৃত্বে এ কর্মসুচি পালন করা হয়।
জানা যায়, বুধবার দুপুর ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) মাহাবুব রুমন, থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান, পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও জন সাধারনের মাঝে ফুল ও চিঠির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে প্রচারণা চালায় সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র বদরুল মোর্শেদ জানান, আমাদের দেশের মানুষ নিজের খেয়াল কম রাখেন এবং আত্মহত্যা প্রতিরোধে করণীয় ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে তুলনামূলক কম সচেতন তাই আমরা ভালবাসা দিবস উপলক্ষে কর্মব্যস্ত নানা শ্রেণির মানুষের সাথে কুশলাদি ও ভালবাসা বিনিময়ের জন্য এমন কর্মসূচি হাতে নিয়েছি এবং মানুষদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার চেস্টা করেছি।
উল্লেখ্য, কর্মব্যস্থ এই জীবনে প্রত্যেকেই কেমন আছে, নিজেকে নিয়ে কে কতখানি ভাবছে, তা জানার চেষ্টা করে আত্মহত্যা প্রতিরোধে করণীয় ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করে এ সংগঠনটি। তারা চিঠির মাধ্যমে লেখক, সাংবাদিক, সরকারের প্রশাসন, শিক্ষার্থী, সুধীজন ও জন সাধারণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় ও মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে প্রচারণা চালায়।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী