বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আধুনিকতার ছোয়ায় বিলুপ্তপ্রায় বেত শিল্প
আধুনিকতার ছোয়ায় বিলুপ্তপ্রায় বেত শিল্প
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: আধুনিকতার ছোয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকেও হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের বাঁশ ও বেত শিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্র।
এ শিল্প কেবল টিকে আছে কিছু সৌখিন ক্রেতার জন্য। বাঁশ ও বেত শিল্প বাঙালির ঐতিহ্যের একটি বড় অংশ। এক সময় গ্রামীণ জনজীবনের ঐতিহ্য বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের কদর ও চাহিদা খুব বেশি ছিল এ অঞ্চলের মানুষের এবং ঐ জিনিসপত্রগুলি তারা ঐতিহ্যের সাথে ব্যবহার করতো।
কিন্তু সেই চিরচেনা এ শিল্প আজ কালের বিবর্তনে বিলুপ্তপ্রায়। এখন সে জায়গায় স্থান করে নিয়েছে প্লাস্টিকের হরেকরকম পণ্য সামগ্রী। প্রয়োজনীয় পুজির অভাব বাঁশ ও বেতের মুল্যবৃদ্ধিসহ প্লাস্টিক সহজলব্যতায় এ শিল্প এ অঞ্চল থেকে অনেকাংশে কমে গেছে।
গ্রামীণ জনজীবনের হাজার বছরের প্রাচীন এ ঐতিহ্য যা এখন কেবল রুপ কথার গল্প। এ শিল্পের সাথে জড়িত অনেকেই এখন এ পেশা ছেড়ে দিয়েছেন। কারণ স্বল্প মূল্যে বাজারে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি এবং মানুষ সেদিকে ঝুঁকে পড়ায়। মোটকথা এ শিল্পের প্রতি মানুষের চাহিদা এখন নেই বললেই চলে।
পেশাজীবি মানুষের মধ্যে যারা অন্য পেশায় যেতে পারেনি তারা কেবল এ পেশাকে ধরে রেখেছে। তাদের দাবী সরকারিভাবে যদি কোন সহযোগিতা না পাওয়া যায় তাহলে কালের বিবর্তনে চিরতরে হারিয়ে যাবে গ্রামীন জনজীবনের ঐতিহ্যবাহী এ শিল্প।
সরেজমিনে উপজেলার লামাকাজী ইউনিয়নের কয়েকটি গ্রামে গেলে এ পেশায় জড়িত একজন জানান, স্বল্পমূল্যের প্লাস্টিকের কারনে এ পেশার মন্দাভাব দেখা দিয়েছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের মত বাঁশ ও বেতের দাম বেশী এবং বাজারে নিলে এর মূল্য কম পাওয়ায় মূলত এ পেশায় কারিগররা বিমূখ।
তারা আরো জানান,বর্তমান প্রযুক্তির যুগে বাঁশ ও বেতের তৈরি প্রাচীন এ শিল্পকে তার পূর্বের মনকাড়া সৌন্দর্যে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন কারিগরদের মাঝে প্রণোদনা বা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করতে হবে।তবেই এ শিল্পকে রক্ষা করা সম্ভব।
এ শিল্পের সাথে দীর্ঘদিন ধরে জড়িত তবারক আলী বলেন, বাপ দাদার আমল থেকে এ পেশার সাথে আছি। এখন বয়স হয়েছে। গায়ে আর আগের মতো শক্তি নেই। অন্য কোন কাজ করতে পারিনি বলেই আমাকে বৃদ্ধ বয়সেও এ কাজ করতে হচ্ছে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন