বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঈশ্বরদী প্রতিনিধি:: (৬ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৭.৪১ মিঃ) ঈশ্বরদীতে কৃষি বিভাগের উদ্যোগে ২০১৬ মৌসুমে মুগ ফসল চাষে সহায়তার লক্ষে কৃষি পূর্নবাসন কর্মসুচির আওতায় স্থানীয় উদ্যান নার্সারীতে ৬ এপ্রিল বুধবার সকালে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে৷ এ উপলক্ষে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু৷
ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, আওয়ামীলীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, কৃষি কর্মকর্তা ড. হাসানুল কবীর কামালী ও আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান মালিথা৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম৷
বক্তারা বলেন, আওয়ামীলীগের সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার৷ এ সরকার ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১০ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট করে দিয়েছেন৷ এছাড়া বিভিন্ন সময়ে কৃষকদের নানা প্রকার সহায়তা প্রদান করে আসছেন৷ ২০১৬ মৌসুমে মুগ ফসল চাষে সহায়তার লক্ষে কৃষি পূর্নবাসন কর্মসুচির আওতায় সারা দেশের ন্যায় ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে৷ কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে মাঠে ফসল ফলিয়ে থাকেন৷ কৃষকেরা হচ্ছে এদেশের প্রাণ, তারা কৃষি কাজে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে৷ ঈশ্বরদী উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত