 
       
  সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে বিচারিক অভিযোগ গঠনে গভীর উদ্বেগ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে বিচারিক অভিযোগ গঠনে গভীর উদ্বেগ
 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে অভিযোগ গঠন ও তাদের বিচার শুরুর তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই যে এসব তৎপরতা তা অত্যন্ত স্পষ্ট। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, যেসব উদ্ভট ও হাস্যকর অভিযোগে বিরোধী দলীয় নেতাদের বিচার ও সাজা দেবার চেষ্টা চলছে তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।
 বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে অভিযোগ গঠন ও তাদের বিচার শুরুর তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই যে এসব তৎপরতা তা অত্যন্ত স্পষ্ট। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, যেসব উদ্ভট ও হাস্যকর অভিযোগে বিরোধী দলীয় নেতাদের বিচার ও সাজা দেবার চেষ্টা চলছে তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।
বিবৃতিতে তিনি বলেন,  সরকার ও সরকারি দল আজ রাজনৈতিক ভাবে এতটাই দেউলিয়া ও নার্ভাস যে, বিএনপির মহাসচিবকে ২০১২ সালে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের সাজানো মামলার বিচারিক কার্যক্রম শুরু করতে হচ্ছে। তিনি বলেন, সরকার তার বিরোধীদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে  ফেলায় তাদেরকে এখন   বিরোধীদের দমনে সাজানো হয়রানিমূলক মামলার আশ্রয় নিতে হচ্ছে।এসব হয়রানিমূলক মামলার উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলবিহীন আর একটি  নীলনকশার নির্বাচনের রাস্তা পরিস্কার করা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, যে বিচার ব্যবস্থা ছিল মানুষের শেষ আশ্রয়ের যায়গা, সেই বিচার ব্যবস্থাকে এখন  রাজনৈতিক বিরোধীদের দমনে সরকার ও সরকারি দলের হাতিয়ারে পরিনত করা হয়েছে। তিনি বলেন,এই পরিস্থিতি চলতে দিলে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ কারই বিচার ব্যবস্থার প্রতি ন্যুনতম আস্থা  বলতে আর কিছুই থাকবে না।
তিনি অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও বিরোধীদলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে রুজু করা সকল হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার করার দাবি জানান।

 
       
       
      



 দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
    দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন     ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
    ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ     ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
    ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা     চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
    চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু     উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়     দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই     নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
    নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি     রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
    রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫     গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
    গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন     গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
    গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান