সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দোকান মালিকের লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও
মিরসরাইয়ে দোকান মালিকের লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে দোকানের ক্যাশ থেকে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে ঐ দোকানের কর্মচারী ফারুক হোসেন (৩৩)। এঘটনায় দোকান মালিক মাঈন উদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ফারুক খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড হাতিয়া পাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র।
গত মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের পুরাতন পৌর ভবনের পার্শ্বে নূর ডিপার্টমেন্টাল স্টোরে এঘটনার ঘটে। তবে ঘটনার ৬দিন পার হলেও প্রতারক কর্মচারী ফারুকের এখনও কোন হদিশ মিলেনি।
জানাগেছে, গত মঙ্গলবার সকালে দোকান মালিক মাঈন উদ্দিন ভগ্নিপতির ভিসা সম্পর্কিত ১ লাখ ২০ হাজার টাকা দোকানের ক্যাশে রেখে চট্টগ্রাম শহরে পাসপোর্টের জন্য যান। এই সুযোগ কাজে লাগিয়ে দোকানে কর্মরত প্রতারক ফারুক সেই টাকা নিয়ে উধাও হয়ে যায়। দীর্ঘক্ষণ দোকানে কাউকে দেখতে না পেয়ে দোকানে আসা ক্রেতারা দোকান মালিককে ফোন দেন, পরবর্তীতে দোকান মালিক কর্মচারীকে কল দিলে মোবাইল বন্ধ পান। এতে তিনি দোকানে এসে দেখেন দোকানের ক্যাশে রেখে যাওয়া টাকা নিয়ে উধাও হয়ে যায় প্রতারক কর্মচারী।
ভুক্তভোগী মাঈন উদ্দিন জানান, দীর্ঘ দুই মাস ফারুক আমার দোকানে চাকরি করে, এর আগে সে অন্য পেশায় জড়িত ছিলো। ঘটনার দিন সকালে আমি ক্যাশে টাকা রাখার সময় সে দেখেছিলো। তবে যে ক্যাশে আমি টাকা রেখেছি, সেটার চাবি তার কাছে ছিলো না। সম্ভবত সে ঐ তালার চাবি গোপনে তৈরি করেছিলো।
জোরারগঞ্জ থানার এসআই শহীদুল জানান, টাকা নিয়ে কর্মচারী উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানার একটি মামলা হয়েছে। আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখতেছি।
মিরসরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, বারইয়ারহাট পৌরসভার নূর ডিপার্টমেন্টাল স্টোর থেকে কর্মচারী ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে উধাও হয়েগেছে। এঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের পর গত ৩০ আগস্ট প্রতারকের মোবাইল ট্যাগিং করে তার লোকেশন কুমিল্লায় পাওয়া গেছে। কিন্তু এর পরবর্তীতে সে আর মোবাইল খুলছে না। আমরা সর্বোচ্চ দিয়ে তাকে আটকের চেষ্টা চলছে।
মিরসরাইয়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মিরসরাই :: মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা এগারোটা দিকে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ইসমত আরা ফেন্সি, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম দিদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ দিদার, প্রধান শিক্ষক জামশেদ আলম প্রমুখ।
উদ্বোধনী খেলায় ডাকঘর হযরত শাহ সুফি মাদ্রাসাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিঠাছরা উচ্চ বিদ্যালয়।





প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়