রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে হিউম্যান হলার পানিতে পড়ে চালক নিহত
মিরসরাইয়ে হিউম্যান হলার পানিতে পড়ে চালক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) শ্রমিক বোঝাই একটি হিউম্যান হলার (লেগুনা) পানিতে পড়ে চালক মো. আব্দুর রহমান (৫৩) নিহত হয়েছে। এসময় আরো ১০ জন শ্রমিক গুরুত্বর আহত হয়।
রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় সড়কের পাশে ডোবায় পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লেগুনা চালক চট্টগ্রাম জেলার আনোয়ার থানার বৈরাগী ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, অর্থনৈতিক অঞ্চলের ম্যাকডোনাল্ড স্টীল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবা পানিতে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হয়। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক খোন্দকার ইসমাঈল হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন