রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে আইকিউএসি’র উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা
চুয়েটে আইকিউএসি’র উদ্যোগে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর উদ্যোগে চারটি কমিটির স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলো হলো- সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সমন্বয় সভা, শুদ্ধাচার কৌশল সংক্রান্ত মতবিনিময় সভা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা ও সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা। এ উপলক্ষ্যে আজ ১৭ই সেপ্টেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বীর সঞ্চালনায় সমন্বয় সভায় স্টেকহোল্ডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, অফিস প্রধান, হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং মনোনীত প্রতিনিধি হিসেবে উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম অংশগ্রহণ করেন। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন কমিটির কার্যক্রম উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট ও NIS-APA সেলের ডেপুটি রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা।
সভায় বিভিন্ন কমিটির কার্যক্রম ও কর্মপরিকল্পনা বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিত করা হয় এবং স্টেকহোল্ডাররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন। একটি অংশগ্রহণমূলক আলোচনা ও পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সবধরনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গুরুত্বারোপ করেন।
এদিকে রবিবার বেলা আড়াইটা থেকে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে মনোনীত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি