রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা
রাউজানে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে ১ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫জন। ৯ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের গহিরা টেকনিক্যাল স্কুলের সামনে। এসময় বিক্ষোব্ধ জনতা যাত্রীবাহী বাসটিকে ভাংচুর করেন। এ ঘটনায় নিহত অটোরিকশা চালক মোঃ ইলিয়াস মিয়া (২৬) সেই উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকায় মো: আলির পুত্র বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, শহরগামী একটি নাইস টুর নামের একটি বাস রাউজান হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বিক্ষোব্ধ জনতা যাত্রীবাহী বাসটিকে ভাংচুর করতে শুরু করেন। তারা জানান গত এক সাপ্তাহ ধরে এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটে মানুষ মারা যাচ্ছে। তাই উত্তেজিত জনতা ক্ষোভে বাসটি ভাংচুর করেন। পরে লোকজন আহতদের উদ্ধার করে রাউজান গহিরা জে.কে মেমোরিয়াল হাসাপাতালে পাঠান।
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ইনর্চাজ মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি জানান বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েক আহত অবস্থায় হাসপাতালে পাঠান হয়েছে। আহদদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করা যাইনি। তবে আমরা গাড়ী দুটি জব্দ করছি।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন