বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজের ১ দিন পর দুর্গম পাহাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
নিখোঁজের ১ দিন পর দুর্গম পাহাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিখোঁজের একদিন পর দুর্গম পাহাড়ী এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাউজান সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাবার বাগান (সুলতানুল আউলিয়া মাজার) এলাকার দুর্গম পাহাড়ি এলাকার রাবার গাছে রশির সাথে ঝুলন্ত অবস্থায় ১২ ডিসেম্বর মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা কারি সেই ৮নম্বর কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলমবাড়ি গ্রামের মৃত আবুল খায়ের চৌধুরী পুত্র মো: হাসান চৌধুরী (৬০)। হৃদয় নামের এক যুবক ঐ পাহাড়ে রাবারের কষ সংগ্রহ করতে গেলে তাকে ফাঁসিতে ঝুলানো অবস্থায় দেখতে পান। পরে তিনি রাবার বাগানের অফিসে খবর দেন। তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে দুপুর ১টার দিকে রাউজান থানার পুলিশ এসে দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন। জানা যায়, গতকাল সোমবার সকালে ঘর থেকে বাহির হলে তিনি নিখোঁজ হলে। এরপর তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। মাস তিনেক পূর্বে তিনি অপহরণ হয় বলে স্থানীয় লোকজন জানান। তিনি প্রায় অনেক বছর প্রবাসে ছিলেন। সেখান থেকে ৮ বছর আগে দেশে চলে আসেন। তার একটি রাঙ্গুনিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। এবিষয় রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্গম পাহাড়ি এলাকায় এসে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সেটা তদন্ত করে বলতে পারব। তবে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা কারি হাসানের ঘরে ২ সন্তান ১ মেয়ে রয়েছে বলে জানা গেছে।





মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী