বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নিষিদ্ধ গাইড বই বিতরণ: নিরব স্থানীয় প্রশাসন
মাটিরাঙ্গায় নিষিদ্ধ গাইড বই বিতরণ: নিরব স্থানীয় প্রশাসন

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.৩৫মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পৌর প্যানেল মেয়র-১,মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: আলাউদ্দিন লিটন এর নেতৃত্বে নিষিদ্ধ গাইড বই বিতরণের মাধ্যমে শিক্ষা খাতকে ধবংসের অপসংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ ৷ গত ৪ এপ্রিল বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনার মধ্যদিয়ে উক্ত সরকারী ভাবে নিষিদ্ধ গাইড বই বিতরণের ঘটনা ঘটে ৷ শিক্ষাঙ্গনে প্রকাশ্যে জনসমুখে সরাসরি নিষিদ্ধ গাইড বিতরণের এমন নজির সারাদেশে এটাই প্রথম ৷
জানা গেছে, নির্ধারিত ১০০ জনের মধ্যে কম পক্ষে ৬০জন ছাত্র/ছাত্রীর হাতে এই নিষিদ্ধ গাইড বই তুলে দেয়া হয়েছে ৷ শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের নিষেজ্ঞরা বার বার চারদিকে শিক্ষর গুনগত মান নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন সকলের দৃষ্টি আকর্ষণ করলেও কোন প্রভাব পড়েনি মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে ৷ উল্টো শিক্ষারমান উন্নয়নে সরকারের গৃহীত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করা হয়েছে এখানে ৷ স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির এ ধরনের কার্যক্রম এই স্কুলের অর্জিত সুনামকে মাটিতে নামিয়েছে বলে মনে করেন শিক্ষা সচেতন ব্যক্তিবর্গরা ৷
দেশে সব রকম নোট ও গাইড বই বিক্রয় ও বিতরণে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারি থাকা সত্বেও প্রভাবশালী (নন ম্যাট্রিকুলেশন) এমন ধরনের নেতা কেন কোমলমতি শিক্ষার্থীদের হাতে নিষিদ্ধ বিভিন্ন প্রকাশনীর গাইড তুলে দিচ্ছেন তা পরিষ্কার করে কেউ বলতে পারেনি ৷ সরকার ১৯৮০ সালে নোট ও গাইড প্রকাশনা নিষিদ্ধ করে প্রণীত নোট বই নিষিদ্ধকরণ আইনের ৩,৪ নং ধারা অনুসারে নোট বই বিক্রি,ছাপানো ও সরবরাহ (বিতরণকারী) ৭ বছরের সশ্রম কারাদন্ড সহ ২৫ হাজার টাকা জরিমানার বিধান রেখেছেন ৷
২০০৭ সালের ১০ ডিসেম্বর হাইকোর্ট পুনরায় জেলা প্রশাসকদের নোট, গাইড বই বাজারজাত বন্ধের নির্দেশ দেয় ৷ অতঃপর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির করা রিটের শুনানিতে ২০০৯ সালের নভেম্বরে হাইকোর্ট প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট গাইড মুদ্রণ, প্রকাশনা, বিক্রয় ও বাজারজাতকরণ পুরোপুরি নিষিদ্ধ করে ৷ ২০১৩ সালের খসড়া শিক্ষা আইনেও যাবতীয় নোট ও গাইড বই নিষিদ্ধ করা হয়েছে ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুলে অবৈধ গাইড বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১, আলাউদ্দিন লিটন গাইড বই বিতরণের বিষয়টি স্বীকার করে জানান, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির লক্ষে স্কুলের নিজস্ব অর্থায়নে আমরা এ সব গাইড বই বিতরণ করেছি ৷ এ সময় তিনি দৃঢ় কন্ঠে বলেন,গাইড বই বিতরণে দেশে নিষেধাজ্ঞা থাকলেও আমাদের কখনো কখনো আইনের উর্ধেব উঠে গিয়ে কাজ করতে হয় ৷ এ সময় তিনি প্রতিবেদককে গাইড বই বিতরণের বিষয়ে সংবাদ পরিবেশনের জন্য নিষেধ করেন ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান,দেশে প্রচলিত সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে আমাদের শিক্ষকবৃন্দের পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার অভাব রয়েছে উল্লেখ করে স্কুলের সামগ্রিক সফলতা সুমন্নত রাখা ও পরীক্ষায় ভাল রেজাল্ট নিশ্চিত করতেই আমরা ছাত্র/ছাত্রীদের মাঝে গাইড বই বিতরণ করেছি ৷ এ সময় তিনি নোট বই বা সহায়ক বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোহতাচিম বিল্লাহ জানান,সরকারী ভাবে গাইড বিতরণ সম্পুর্ণ নিষিদ্ধ ৷ ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা গাইড বই বিতরণের ঘটনা আমি পুর্বে শুনিনি ৷ তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,যদি ছাত্র/ছাত্রীদের স্কুল থেকে গাইড বই সরবরাহ করার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে ঐ স্কুলের শিক্ষকদের ভুমিকা কি ?
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: শামছুল হক মুঠোফোনে এই প্রতিবেদককে গাইড বই বিতরণ সারা জেলায় চলছে দাবী করে বলেন,মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের গাইড বই বিতরণের বিষয়টি আমার জানা নাই ৷ আমি বিষয়টি সম্পর্কে খোজ খবর নেব ইত্যাদি ৷





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী