বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা আওয়ামীলীগ নেতা পুলকিত তালুকদার আর নেই
মাটিরাঙ্গা আওয়ামীলীগ নেতা পুলকিত তালুকদার আর নেই

মাটিরাঙ্গা প্রতিনিধি :: প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলকিত তালুকদার মৃত্যু– বরণ করেছন তিনি নেতা- কর্মীদের মাঝে আর নেই। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মাটিরাঙ্গা পৌরসভাধীন ৭নং ওয়ার্ডস্থ বলিপাড়ার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দু’ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলকিত তালুকদারের মৃত্যুতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছাযা নেমে আসে। তার মৃত্যু সংবাদ শুনেই বাড়িতে ছুটে আসেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো: জাহেদুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক, সহ-সভাপতি কালাচান বণিক,মো: এরশাদুজ্জামান,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, যুগ্ম-সম্পাদক ও তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আালাউদ্দিন লিটন,মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকারসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মৃত পুলকিত তালুকদারের বাড়িতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্মীয-স্বজনের স্বজন হারানোর আহাজারীতে চারপাশের পরিবেশ ভারী হযে উঠে। এসময খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মরহুমের স্ত্রী-ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদেরকে ধৈর্য্য ধারনের পরামর্শ দেন।
এদিকে প্রবীণ আওয়ামী লীগনেতা পুলকিত তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রয়াত পুলকিত তালুকদার ছিলেন আওয়ামী লীগের অভিভাবকতুল্য। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়। তৃনমুল নেতাকর্মীদের বিপদ-আপদে তিনি যেকোন মুহুর্তে ছুটে যেতেন উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে তার ছিল সরব উপস্থিতি। তিনি মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে সক্রিয ভূমিকা রাখতেন বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।
আপলোড : ৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১. ২৮ মিঃ





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী