বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পহেলা বৈশাখে রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা
পহেলা বৈশাখে রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা

ষ্টাফ রিপোর্টার :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) ১৪২৩ বাংলা নতুন বর্ষকে স্বাগত জানিয়ে রাঙামাটি পার্বত্য জেলাতে আনন্দ শোভাযাত্রা মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও পান্তা উৎসবের মধ্যে দিয়ে পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে । নানা বয়সের নারী পুরুষ বিভিন্ন রংয়ের সাজে সজ্জিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখের প্রথম প্রহরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার আনন্দ শোভাযাত্রাটির নেতৃত্বে ছিলেন । পরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জেলা প্রশাসনের প্রাঙ্গনে পহেলা বৈশাখের অনুষ্ঠানে সূচনা করা হয়।
এসময় অনুষ্ঠানস্থলে যোগ দেন ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
এসময় অন্যান্যের মধ্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৈশাখের মুর্ছনায় সকল অতিথিদের মাতিয়ে তুলে।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি