রবিবার ● ১৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে সিনিয়র সাংবাদিক ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বগুড়া এরিয়া কো অর্ডিনেটর আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ন্যাশনাল পিপলস পার্টি ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক নুসনাত আরা প্রিয়া প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান তুহিন, ফিল্ড কো অর্ডিনেটর আক্তারুজ্জামান।
আলোচনা সভা শেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীলসমাজ ও উদ্যোক্তাগণের সর্বসম্মতি ক্রমে সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারকে সমন্বয়কারী এবং আ’লীগের প্রভাষক রুহুল আমিন রাহুল, যুবলীগের নুসনাত আরা প্রিয়া, বিএনপির আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা ও জাপার আব্দুল হাদীকে এম্বাসেডর করে ৩০ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজি কমিটি গঠন করা হয়।





প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি
ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের