মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে দ্বিমত পোষণ করায় মায়ের উপর অভিমান করে মিরসরাইয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে কিশোর ভৌমিক (২৯) নামে এক পল্লী চিকিৎসক আত্মহত্য করেছে। রবিবার ১২ মে সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি। এর আগে শুক্রবার রাতে ঘুমের ও প্রেসারের একাধিক ওষুধ খেয়ে অসুস্থ হন কিশোর। কিশোর ভৌমিক মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হারাধন চন্দ্র ভৌমিকের ছেলে। স্থানীয় বদিউল্লাপাড়া এলাকায় তার একটি ঔষুধের ফার্মেসি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মেয়েকে পছন্দ করতেন কিশোর। তাকে বিয়ে করার কথা জানালে রাজি হননি মা। এ অভিমানে বাড়িতে রাখা ঘুমের ও মায়ের প্রেসারের একাধিক ওষুধ একসঙ্গে খেয়ে নিজ কক্ষে অ’সু’স্থ হয়ে পড়েন কিশোর। পরে পরিবারের লোকজন শনিবার ভোরে তাকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মা’রা যান তিনি।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, রবিবার কিশোর ভৌমিক নামের এক ছেলে অতিরিক্ত ওষুধ খেয়ে মারা গেছেন শুনেছি। প্রেমঘটিত কারণে মায়ের সাথে বিষয়টি নিয়ে দীর্ঘদিন বনিবনা হচ্ছিলো না তার। তাই এমন পথ হয়তো বেছে নিয়েছে সে।





মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি
রাউজানে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান