রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
বিকেলে স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাফির উদ্দিন আহমেদ।
সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা-আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হারুন-অর-রশিদ, সাফায়াত হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক এড. এমদাদুল হক, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য জুবের আলম কবীর রুপক, কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান, জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।





ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
ঈশ্বরগঞ্জে লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর বাকবিতণ্ডা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন