বুধবার ● ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অটোরিকশার ধাক্কায় আহত কৃষকের মৃত্যু
রাউজানে অটোরিকশার ধাক্কায় আহত কৃষকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ৯ জুলাই মঙ্গলবার সকালে কাপ্তাই সড়কের নোয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরহরী দে (৬০) নোয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুল্লাপাড়া বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ লোকটি।
এসময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে পাঠান সেখানে অবস্থা অবনতি ঘটলে। নেওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এসআই টুটুল মজুমদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত