বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের উপাচার্য রফিকুল আলম পদত্যাগ
চুয়েটের উপাচার্য রফিকুল আলম পদত্যাগ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের উপাচার্য মো. রফিকুল আলম পদত্যাগ করেছেন। বুধবার ১৪ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মুহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, উপাচার্য মো. রফিকুল ইসলাম বিকেলের দিকে আমাকে মোবাইল ফোনে কল দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে পদত্যাগ পত্রটি এখনও আমি হাতে পাইনি। তিনি বিশ্ববিদ্যালয়ে নেই। শহরে আছেন। সেখান থেকেই সেটা পাঠিয়েছেন। সেটা কিছুক্ষণের মধ্যেই হাতে পাব। এরপর আমরা ই-মেইলে পদত্যাগপত্রটি আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানান। এর আগে, মঙ্গলবার সকালে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলামের কাছে তিন দফা দাবি লিখিতভাবে জমা দেয় শিক্ষার্থীরা। উত্থাপিত দাবির প্রথম দফায় চুয়েটের বর্তমান উপাচার্য, উপ- উপাচার্য, রেজিস্ট্রার এবং ছাত্রকল্যাণ পরিচালককে আগামী ১৪ আগস্টের মধ্যে পদত্যাগের দাবি জানানো হয়।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন