বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া কুমারখালীর অধিকাংশ জনপ্রতিনিধিরা আত্মগোপনে
কুষ্টিয়া কুমারখালীর অধিকাংশ জনপ্রতিনিধিরা আত্মগোপনে
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দেখা মিলছে না। পাশাপাশি উপজেলা পরিষদ ও ১ টি পৌরসভার জনপ্রতিনিধিরাও রয়েছেন আড়ালে। জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রমও। অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও তা মানছেন না জনপ্রতিনিধিরা। জনপ্রতিনিধিদের আত্মগোপনে চলে যাওয়ায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশের মতো কুমারখালী উপজেলার জনসাধারণ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থাকলেও নেই কোনো জনপ্রতিনিধি। কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন আব্দুল মান্নান খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেরও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। পৌর মেয়র সামসুজ্জামান অরুণ সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা রয়েছেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনীত এবং দলীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। তবে অনেকে পরিষদে না গেলেও কর্ম এলাকায় আছেন বলেও নিশ্চিত করেন সূত্রটি। একাধিক ইউপি সচিব ও সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্টের পরে দুর্বৃত্ত-রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ভয়ে তারা আত্মগোপনে আছে। অনেকের বাড়ি ও অফিসে হামলা, ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী