সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরের পানিতে মিললো শিশুর মরদেহ
নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরের পানিতে মিললো শিশুর মরদেহ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরের পানিতে মিললো শিশুর মরদেহ।
সোমবার ০৪ নভেম্বর বিকেল তিনটার দিকে নিখোঁজ হয় উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছত্তরুয়া গ্রামের স্বর্গীয় মহেন্দ্র দেবনাথের বাড়ি’র তপন দেবনাথের পুত্র সৃজল নাথ প্রকাশ অভি (৫)।
বিকেল থেকে অনেক খোঁজাখুঁজি ও স্যোশাল মিডিয়ায় নিখোঁজ এর বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। অবশেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় অভি’র নিথর দেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
৩ বোন ১ ভাইয়ের মধ্যে শিশু অভি সবার ছোট।
এবিষয়ে জানতে চাইলে- ঐ বাড়ির বাসিন্দা ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিটু নাগ বলেন, বিকেল তিনটা থেকে অভি’কে কোথায় খুঁজে না পাওয়ায় সন্ধ্যার সময় জোরারগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। থানাতে থাকা অবস্থায় খবর আসে বাড়ির পাশের পুকুরে অভি’র নিথর দেহ ভাসতেছে। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে অভি’র মৃতদেহ জোরারগঞ্জ থানায় রয়েছে। নিখোঁজ ডায়েরি করার কারণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন লাগতেছে। তাই আমরা চট্টগ্রামের পথে আছি। অনুমোদন পেলে মরদেহ আমাদেরকে হস্তান্তর করবে জোরারগঞ্জ থানা কর্তৃপক্ষ।
শিশু অভি’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত