শুক্রবার ● ২২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুর শহরের জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজসহ শহরের রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে, স্কুলের সিনিয়র শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী (টুটুল), নাসরিন আঞ্জুমান রুনী, সম্প্রতি দুর্ঘটনায় নিহত ছাত্রের নানা পিটিআই সহকারী সুপার মোঃ সুলতান উদ্দিন মুকামি, শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুল্লাহ, আদিব মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের শিক্ষার্থী ও জনগণ যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে তার জন্য রেলক্রসিংয়ে ফুটওভারব্রিজ, স্কুলের সামনে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশার যানজট নিরসন, দ্রুত রাস্তা মেরামত করতে হবে। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন আদনান গত ১৯ নভেম্বর শহরের শিববাড়ি মোড় থেকে প্রাইভেট পড়ে স্কুলে যাওয়া সময় রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন