শুক্রবার ● ২২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব
ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্তব্য হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনা ও গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করা। এজন্য ভোটের অধিকার ফিরিয়ে আনা নতুন নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাস্তবে দেশে নির্বাচন বাবস্থা বলতে কিছু নেই।
তিনি বলেন, বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোল নলচে পালটানো ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠবেনা। তিনি বলেন,নির্বাচন কমিশন আসল পরীক্ষা হবে সম্ভব স্বল্পতম সময়ে অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা।
সভায় তিনি বলেন,ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোন সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি। গণঅভ্যুত্থানে শ্রমিকদের কোন প্রত্যাশা এখনও পূরণ হয়নি। গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি।
তিনি বলেন,মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে।তিনি শ্রমিকদের জন্য বাঁচারমত মজুরী নির্ধারনেরও দাবি জানান।
বহ্নিশিখা জামালী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্সরকারের ভালো কাজও মানুষ মূল্যায়ন করবেনা।
আজ বিকালে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়নগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, জেলা কমিটির নেতা রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রোকসানা আক্তার, আইয়ুব আলী, সুমন মিয়া প্রমুখ।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত