সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ট্রাকের চাপায় নারীর মৃত্যু
রাউজানে ট্রাকের চাপায় নারীর মৃত্যু
 রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বেপরোয়া বালুবাহী ট্রাকের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও ৩জন আহত হয়েছে।
শনিবার ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাপ্তাই-সড়কের নোয়াপাড়া ইউনিয়নের পল্লী বিদ্যুত অফিসের সামনে বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিক্সার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ছুনু বড়ুয়া (৪৫) তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গোদার পার গ্রামের মৃত বীর মোহন বড়ুয়া মেয়ে। আহতরা হলেন নিহত ছুনু বড়ুয়া মা দিপালী বড়ুয়া, ছোট বোন বর্ণা বড়ুয়া ও সিএনজি চালক মন্টু বড়ুয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতেই সিএনজি অটোরিকশা করে শহর থেকে বাড়ি ফিরছিলেন নিহতের পরিবারের সদস্যরা। নোয়াপাড়া বাজার সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালুবাহী বেপরোয়া ট্রাক ট্যাক্সিতে থাকা যাত্রীদের চাপা দেন। এতে ঘটনাস্থলে ছুনু বড়ুয়া নিহত হন। উদ্ধার করে লোকজন তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল সেখানে কতর্বরত চিকিৎসক ছুনু বড়ুয়াকে মৃত ঘোষনা করে। বাকীদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর একটি হাসপাতাল থেকে তাদের মা দিপালী বড়ুয়াকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া পল্লী বিদ্যুত অফিসের সামনে গেলে বেপোরোয়া গতির একটি বালুবাহী ট্রাক সাথে তাদের বহনকারী সিএজিকে চাপা দেয়। জানা গেছে, নিহত ছুনু বড়ুয়া ও তার ছোট বোনসহ নগরীর একটি হাসপাতাল থেকে তাদের মাকে চিকিৎসা শেষ করে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনার শিকার।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে।

      
      
      



    মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন    
    পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে  গ্রেফতার-২    
    রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন    
    রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ    
    প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ    
    মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯    
    পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ    
    চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত    
    মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত