শুক্রবার ● ৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন
রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন
রাজু :: রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৮৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
৪ জুন স্বাক্ষরিত হলেও কমিটি গঠনের তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ৬ জুন শুক্রবার সকালে। জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলি আরব সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে ওমর মোর্শেদকে সভাপতি ও শরীফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া জিংকু চাকমা সিনিয়র সহ-সভাপতি, মো. বাহাদুর শাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলভী হাসান নাঈম সাংগঠনিক সম্পাদক, পাভেল সর্দার দপ্তর সম্পাদক, আরিফুল ইসলাম প্রচার সম্পাদক, মো. শাহরিয়ার চৌধুরী আবিদকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
কাউখালীর দুর্গম এলাকায় ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পন্ন
আট সংগঠনের স্মারকলিপি : রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
কাপ্তাইয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে কোনো জোট নয় রাঙামাটিতে হাসনাত আব্দুল্লাহ