সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ইন্টারনাল স্টাডি ট্যুর অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময়
ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ইন্টারনাল স্টাডি ট্যুর অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময়
রাঙামাটি :: আজ ২১ জুলাই, ২০২৫ সোমবার সকাল ১১.৪৫ টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/২ এ অংশগ্রহণকারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা।
সভা শুরুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান পমজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/২ এ অংশগ্রহণকারী ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও স্বাগত জানান। বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন এর উপস্থাপনায় উপস্থিত অংশগ্রহণকারী ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব শেষে বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংক্ষিপ্ত পরিচিতিসহ বোর্ড কর্তৃক গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্র্রেজেন্টেশন উপস্থাপনের পর ক্যাস্টোন কোর্স-২০২৫/২ এ অংশগ্রহণকারী ও কর্মকর্তাগণ মতামত ও পরামর্শ গ্রহণ পর্বে স¦তঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং উন্নয়নমূলক কর্মকান্ডের সম্পর্কিত প্রশ্ন রাখেন। এসময় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা ফেলোগণদের উন্নয়নমূলক কর্মকান্ডের উপর উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে প্রশ্নের জবাব দেন।
ক্যাপস্টোন কোর্স-২০২৫/২ এ ফেলো এবং ফ্যাকাল্টি এন্ড স্টাফ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কিত তথ্য বিবরণ উপস্থাপনসহ বর্ণাঢ্য আয়োজনের জন্য বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বোর্ডের পক্ষ থেকে ও ক্যাপস্টেন কোর্সের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।
অনুষ্ঠানে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/২ ফেলোগণ ছাড়াও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও জোন কমান্ডারসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা এবং বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন