

বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু হল
দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু হল
রাজীব দে, ঢাকা :: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘থার্ড ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম অন অ্যান্টিসিপেটরি ইন বাংলাদেশ’- এ অংশগ্রহণ করেছে।
আজ মঙ্গলবার ১৬ই সেপ্টেম্বর ২০২৫ শুরু হলো দুইদিন ব্যাপী অ্যান্টিসিপেটরী অ্যাকশন যা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ভায়ালার প্লাটফর্ম। ‘বহুমুখী দুর্যোগ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম সাড়াদান কার্যক্রম’ প্রতিপাদ্য এমারের ডায়ালগটি হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ ম্যাণালয়ের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়ানান কার্যক্রম (FbF/A) টাস্কফোর্সের নেতৃত্বে এবং আন্টিসিপেটটি আাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সহযোগিতায় দুই দিনব্যাদী এই বর্ণান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম বাস্তানে সক্ষমতা। বাজানো । এই সংলাপের মূল সথা।।
আজ ১৬ই সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ বাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ আকমাল শরীফ, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জোস উড, দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তেরের মহাপরিচালক রেজোয়ানুর রহমন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আচাপক ড. আজিজুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বায়ক গোয়েন লুইস এবং ইউরোপীয় কমিশনের অফিস প্রধান, ডেভিড জাগা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুযোগ বারস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পূর্বাভাসভিত্তিক আগান সাড়াদান টাস্কফোর্সের চেয়ারপার্সন কেএম আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও তাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেন- ভৌগোলিক অবস্থানগত কারণে। বাংলাদেশ দুর্যোগ ঝুঁকির কেন্দ্রবিন্দুতে। তাই রে মোকাবিলায় জন্য জনগনের সর্বোত্তম আশগ্রহ প্রয়োজন যা তাদের চাহিদা পুরণ করবে। ক্ষতি হ্রাস করতে, জীবন রক্ষা করতে এবং সম্প্রদায়ের জীবিকা রক্ষার জন্য এটি স্থানীয়াভাবে পরিচালিত এবং স্থানীয়ভাবে গ্রহণ করতে হবে (locally-led and locally adopted)
নিঃসন্দেহে, আমাদের দেশে পূর্বাভাস ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবা উল্লেখযোগ্য অবগতি অজন করেছে। বর্তমানে বাংলাদেশ সরুলের জন্য আগাম সতর্কতা (the Early Warning for All initiative) বয্য্যায়নকারী অন্যতম একটি দেশ যা সকলের জন্য আগাম সতর্কতা নিশ্যিত করার উপর গুরুত্ব আরোপ করে। এটি আমাদেরকে আরো দায়বদ্ধ করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত লঙ্কা-ভিত্তিক, সময়োপযোগী, উপযুক্ত পূর্বাভাস এবং আগাম সভর্কভাবার্তা পৌঁছানোর জন্য নিশ্চিত করার
আজকের তরুণ প্রজক দেশের পথপ্রদর্শক। দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা যে কোনও সংকটে প্রথম এগিয়ে আসে। সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামকে (সিদিনি) একট মডেল হিসাবে প্রহন করে, আমাদের দেশে স্বেচ্ছাসেবা কারজক্রমকে দেশব্যাপি প্রসারিত করতে হবে। তিনি আরও বলেন- এরই ধারাবাহিকতায়, আমি সকল অংশগ্রহণকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের সংস্থা, রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট, আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় এনজিও, বেসরকারি মাত, কমিউনিটি প্রতিনিছি, গবেষক এবং শিক্ষাবিদদের স্বাগত জানাতে চাই। আসুন গঠনমূলক আলোচনা, সুজনশীল সমাধান এবং বাস্তব উদ্যোগের মাধ্যমে এই অনুষ্ঠানটকে একটি সাফল্যমণ্ডিত করি যা আমাদের নিরাপদ ভবিষ্যতের দিকে পরিচালিত করবে।
দুই দিনবাণী এই আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, রেড ক্রস/রেড ক্রিসেন্ট মুভমেন্ট, জাতিসংথ সংস্থাগুলো, আন্তজাতিক/দেশীয় এনজিও, কমিউনিটিভিত্তিক সংগঠন, শিক্ষাবিন, কমিউনিটি প্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং সাংবাদিকসহ প্রতিদিন প্রায় ২০০ জন এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। স্যাকার এব অংশীদারদের সমন্বয়ে আগামী দিনের জন্য প্রতিশ্রুতি এবং মাইলফলক নির্ধারণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
টয়োগ্য, উন্নত পূর্বাভাস ও সতর্কবার্তার ভিত্তিতে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঝুঁকি কমানোই পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের মূল লক্ষ্য। ২০১৯ সালে পূর্বাভাসভিত্তিক সাড়দান প্রক্রিয়া বাস্তবায়নকারী অংশীদারদের সমন্বয়ে আন্টিসিপোর্টরি অ্যাকশন টেকনিক্যাল ক্যার্কিং গ্রুপ গঠিত হয়, যা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় পূর্ণভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের অন্তর্ভুক্তি এবং প্রসারে কাজ করে যাচ্ছে।