

মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
রাজীব দে, ষ্টাফ রিপোর্টার :: বারিধারা ডিওএইচএস দুর্গাপূজা-২০২৫ রবিবার ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিনে পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক মিডিয়াবান্ধব ও স্টাইলিস গার্মেন্টস এর চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী ও তার সাথে ছিলেন তার স্ত্রী স্টাইলিস গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা।
আলাপে ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক জনাব সালাউদ্দিন চৌধুরী বলেন-প্রাচীনকাল থেকে আমাদের বাংলাদেশে সকল ধর্মের লোক সবাই মিলেমিশে আমরা একসাথে বসবাস করে আসছি।আমরা দেখেছি দুর্গাপূজা মণ্ডপে আনন্দের সাথে এবার যথেষ্ট নিরাপত্তা রয়েছে। আমরা ও এখানে এসেছি দুর্গাপূজা উদযাপন করতে।এবারের দুর্গাপূজা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে।আমরা আশা করি পূজার শেষটা ও সুন্দর করে সমাপ্ত হবে।
পূজামন্ডপে আলাপে স্টাইলিস গার্মেন্টস এর এমডি মাকসুদা চৌধুরী বলেন, বারিধারা ডিওএইচএস পূজামন্ডপে বিজিএমইএ গ্রুপের আমাদের অনেক ব্যবসায়ী আছেন।এরাই মূলত বারিধারা-পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করে।আমরা মুসলিম সংখ্যায় বাংলাদেশে অনেক বেশী, অসাম্প্রদায়িকতার জায়গা থেকে আমাদের বাংলাদেশে বছর এর পর বছর আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একাত্মতার সাথে বসবাস করে আসছি। আমরা মুসলিম হয়ে ও তাদেরকে সাপোর্ট দেয়ার জন্য আমরা তাদের সাথে পূজায় আছি। এজন্য তাদের উৎসবে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের যেমন ঈদের অনুষ্ঠান হয়। আমরা সবাই মিলে রমজানে একসাথে ইফতার করি।আমি মনে করি এটা আমাদের দেশের একটা ঐতিহ্য।
আমরা সবাই বাংলাদেশী এই একাত্মতা বোধ যদি আমাদের থাকে। তাহলে কিন্তু আমরা যে কোন ক্রাইসিস আসলে জাতি হিসেবে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারব।পরিশেষে দলমত- ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী।বাংলাদেশের সকল সুখে-দুঃখে যেন একসাথে আমরা থাকতে পারি।