রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই
ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের মৎস ও শষ্য ভান্ডার খ্যাত উপজেলা নওগাঁর আত্রাই উপজেলা। আত্রাই, রাণীনগর ও বাগমারা এই তিন উপজেলার মোহনায় অবস্থিত আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন রেলওয়ে ষ্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও উত্তাল আত্রাই।
রোববার (২৬ অক্টোবর) সকাল সারে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ স্টেশন চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছে আসলে শতশত জনতা দাবি আদায়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জনসাধারণ রেল লাইনে নেমে পড়ায় গাড়ির পরিচালক ট্রেনটি থামাতে বাধ্য হন।
জানা যায়, নওগাঁ জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশনটি দিয়ে আত্রাই উপজেলা ছাড়াও পাশর্^বর্তী রাজশাহী জেলার বাগমাড়া উপজেলা, নাটোর জেলার সিংড়া ও মাধনগর উপজেলা এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মানুষ এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটী, পঞ্চগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সকল ট্রেন এ স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও শুধু মাত্র দ্রুযান এক্সপ্রেস ও নীল সাগর ছাড়া আর কোন ট্রেনের স্টপেজ এখানে নাই। অথচ পাশর্^বর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের রাজস্ব আদায়ের চেয়ে আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আদায় অনেক বেশি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
তিনি অবিলম্বে কর্তৃপক্ষের কাছে জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি মঞ্জুর এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যাসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।





আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
বিষাদের সুর, আত্রাইয়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায়
আত্রাইয়ে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং : দুর্ঘটনার আশঙ্কা
আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন