শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা পালন
চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা পালন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মার্গ (মাংগঁইং) এর ৬ষ্ঠ মহাসংঘনায়ক পরম পূজনীয় ভদন্ত পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া (গুরু পূজা) সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারি দিনব্যাপী নানাবিধ ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচির মাধ্যমে এই পুণ্যময় আয়োজন উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে ভোরে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও সূত্রপাঠের মাধ্যমে দিনের সূচনা হয়। ভোরের আগেই কাপ্তাইসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকা থেকে শত শত পুণ্যার্থী বিহার প্রাঙ্গণে সমবেত হন। সাদা পোশাকে সজ্জিত দায়ক-দায়িকাদের উপস্থিতিতে পুরো বিহার প্রাঙ্গণ এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।
দুপুরে অনুষ্ঠিত বিশেষ ধর্মসভায় উপস্থিত বিশিষ্ট ভিক্ষুগণ পামোক্ষা মহাথের’র জীবনী, তাঁর ত্যাগময় জীবনাদর্শ এবং বৌদ্ধ ধর্মের অহিংসা ও শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। এ সময় শিষ্য ও পুণ্যার্থীরা মহাসংঘনায়কের চরণে শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করেন।
সন্ধ্যায় সমবেত উপাসক-উপাসিকাদের অংশগ্রহণে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ উপাসকরা বলেন, পরম পূজনীয় ভদন্ত পামোক্ষা মহাথের পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের এক আলোকবর্তিকা। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর এই আচারিয়া পূজা উদযাপিত হয়ে আসছে। এই আয়োজন গুরু–শিষ্যের সম্পর্ক, ত্যাগের মহিমা ও ধর্মীয় শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত।
বিকেলে সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ১২তম আচারিয়া পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানকে ঘিরে চিৎমরম বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ছোটখাটো মেলার আয়োজন দেখা যায়।





রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা